মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাতে রিট

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্ট
ফাইল ছবি

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে হাইকোর্টে রিট করেছেন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রোববার (২১) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মুনতাসির রহমান।

universel cardiac hospital

তিনি বলেন, আমরা আদালতে রিট পিটিশন দাখিল করেছি। শিগগিরই এটি শুনানির জন্য উঠবে।

এর আগে ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে স্মারকলিপি দিয়েছিলেন শিক্ষার্থীরা।

এছাড়া টিএসসি, প্রেস ক্লাবসহ বিভিন্ন স্থানে মানববন্ধনও করেন তারা। তাতেও কোনো সাড়া না পাওয়ায় আদালতে রিট করেন।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নেয়া হবে ঈদের পর। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা কেন এত আগে। এটি তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। অবিলম্বে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার দাবি জানান তারা।

শেয়ার করুন