‘আমাদের ম্যাচটি জেতা উচিত ছিল’

ক্রীড়া ডেস্ক

তামিম ইকবাল।
তামিম ইকবাল। ফাইল ছবি

কথায় আছে ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’। মঙ্গলবার (২৩ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ মিসের খেসারত ম্যাচ হেরেই দিতে হয়েছে বাংলাদেশকে। এতে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ক্রাইস্টচার্চে এদিন ম্যাচটি ৫ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজটি এক ম্যাচ হাতে থাকতেই জিতে নিয়েছে নিউজিল্যান্ড। এদিন প্রথমে ব্যাট করে ২৭১ রান করেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৫৩ রান হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর মাত্র ৮ বলের ব্যবধানে গুরুত্বপূর্ণ দুইটি ক্যাচ মিসের কারণেই মূলত ম্যাচটি তামিমদের হাত থেকে বেরিয়ে যায়।

universel cardiac hospital

৩৬তম ওভারে তাসকিন আহমেদের বলে জিমি নিশামের সহজ ক্যাচ মিস করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। পরের ওভারে শেখ মেহেদী হাসান টম লাথামের একটি রিটার্ন ক্যাচ মিস করেন। ওই সময় ১৩.৩ ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৯১ রান।

এদিন ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ম্যাচে ক্যাচ মিসের মহড়া না হলে ফলাফল উল্টা হতে পারতো।

তামিম ইকবাল বলেছেন, আমাদের ম্যাচটি জেতা উচিত ছিল। বোলাররা সুযোগ তৈরি করেছিল। আমরা সেটি নিতে পারিনি। এমন সুযোগ এলে শতভাগ কাজে লাগাতে হবে। আজ খুবই হতাশ। ব্যাটসম্যানরা অসাধারণ খেলেছে। আজকের উইকেটটি ভিন্ন ছিল, কিছুটা স্লো ছিল। ২৭১ ভালো স্কোর ছিল। যখন সুযোগ এসেছে আমরা কাজে লাগাতে পারিনি।

তিনি আরও বলেন, মিথুন দারুণ ব্যাট করেছে। মুশফিকও ভালো ব্যাট করেছে। ম্যাচটিতে আমরা উন্নতি করেছি। তবে, আমরা এখন শুধু উন্নতি করতে চাই না, ম্যাচ জিততে চাই।

তামিম বলেন, কেউ ইচ্ছা করে ক্যাচ মিস করে না। সবার ক্ষেত্রেই এমনটি ঘটে। সামনে যখন সুযোগ আসবে তা আমাদের দুই হাত দিয়ে গ্রহণ করতে হবে। ওয়েলিংটনে সিরিজের শেষ ম্যাচে আমাদের ইতিবাচক থাকতে হবে। প্রতিপক্ষকে আবার নাড়া দিতে হবে।

শেয়ার করুন