প্রথম ওয়ানডেতে বড় জয় ভারতের

ক্রীড়া প্রতিবেদক

ভারতের জয়
ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ভারত। মঙ্গলবার পুনেতে অনুষ্ঠিত ম্যাচটিতে ইংলিশদের ৬৬ রানে হারিয়েছে কোহলিরা। ভারতের দেয়া ৩১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ২৫১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

বড় লক্ষ্য হলেও ইংল্যান্ড দারুণ সূচনা করেছিল। দুই ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয় ১৩৫ রানের পার্টনারশিপ করেন। ১৫তম ওভারে রয় ফিরে যান। ৩৫ বলে ৪৬ রান করেন তিনি। ওয়ানডাউনে বেন স্টোকস নেমে মাত্র ১ রান করে আউট হন।

বেয়ারস্টো ৬৬ বলে ৯৪ রান করে ২৩তম ওভারে কুলদীপ যাদবের হাতে ক্যাচ হন। পরের ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার মধ্যে। যার কারণে ভালো শুরু করলেও লম্বা পথ পাড়ি দিতে পারেননি তারা।

ভারতীয় বোলারদের মধ্যে অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার প্রসিধ কৃষ্ণা ৫৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া ভুবনেশ্বর কুমার ২টি, শারদুল ঠাকুর ৩টি ও ক্রুনাল পান্ডিয়া ১টি উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৭ রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৯৮ রান করেন ওপেনার শিখর ধাওয়ান। ৪৩ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬২ রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। আর ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলতে নামা ক্রুনাল পান্ডিয়া ৩১ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৮ রান করে অপরাজিত থাকেন।

৫৬ রান করে আউট হন অধিনায়ক বিরাট কোহলি। রোহিত শর্মার ব্যাট থেকে আসে ২৮ রান। ইংল্যান্ডের বোলারদের মধ্যে মার্ক উড ২টি ও বেন স্টোকস ৩টি উইকেট শিকার করেন।

ইংল্যান্ডের বিপক্ষে এর আগে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় ভারত। এই ওয়ানডে সিরিজটি আইসিসি মেন’স ক্রিকেট ওয়ার্ল্ড সুপার লিগের অংশ।

শেয়ার করুন