অবৈধ সম্পর্কের জেরে হত্যা: প্রেমিকাসহ ৫ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

আদালত
ফাইল ছবি

অবৈধ সম্পর্কের জেরে ঢাকার ধামরাই থানা এলাকায় সোহেল নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় প্রেমিকা শিল্পী আক্তারসহ ৫ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন।

universel cardiac hospital

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- ঈসমাইল, আব্দুল মজিদ, নুর আলম ও সুমন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাকিলা জিয়াছমিন মিতু।

উল্লেখ্য, শিল্পীর স্বামী সৌদি আরবে থাকতেন। এ সুযোগে শিল্পীর সঙ্গে সোহেলের অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অন্য আসামিরাও শিল্পীকে পছন্দ করতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর সোহেলকে বাড়িতে ডেকে আনেন শিল্পী। এরপর তারা সবাই মিলে সোহেলকে খুন করেন।

এ ঘটনায় সোহেলের ভাই রকিবুল ইসলাম ধামরাই থানায় হত্যা মামলা করেন। এরপর মামলা তদন্ত করে পুলিশ চার্জশিট দাখিল করে। মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৫ জন সাক্ষ্য দেন।

শেয়ার করুন