করোনায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত সাড়ে তিন হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত হয়ে মৃতের দাফন
ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও সাড়ে তিন হাজারের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন আরও ২৫ জন।

আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫০২টি নমুনা পরীক্ষা করে তিন হাজার ৫৬৭ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। সবমিলিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮০ হাজার ৮০৮ জন।

universel cardiac hospital

গত একদিনে করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৭৬৩ জনে।

উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯১৫ জন। সবমিলিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা পাঁচ লাখ ২৭ হাজার ৯০৯ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গেলেও গত কয়েক সপ্তাহ ধরে তা ক্রমশ বাড়ছে। এটাকে করোনার দ্বিতীয় ঢেউ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন