করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭৩৭ জন

করোনা আক্রান্ত হয়ে মৃতের দাফন
ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১২ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩২ জন ও বাড়িতে একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৩০ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২২৪টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৬৪টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষায় নতুন তিন হাজার ৭৩৭ জন রোগী শনাক্ত হয়।

universel cardiac hospital

এর আগের তিন দিন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত ছিল যথাক্রমে তিন হাজার ৫৬৭ জন, তিন হাজার ৫৫৪ জন ও তিন হাজার ৫৮৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ৮৮ হাজার ১৩২ জন।

শুক্রবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল পাঁচ লাখ ৩১ হাজার ৯৫১ জনে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার (২৬ মার্চ) পর্যন্ত মোট করোনায় মৃত্যুবরণকারী আট হাজার ৮৩০ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৬৭১ জন (৭৫ দশমিক ৫৫ শতাংশ) ও নারী দুই হাজার ১৫৯ জন (২৪ দশমিক ৪৫ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৩ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১৪ জন এবং ষাটোর্ধ্ব ১৫ জন রয়েছেন।

একইসময়ে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে মৃত ৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রামে ছয় জন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন