বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ: ৫০০-৬০০ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ
ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

পল্টন থানায় করা এ মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে বলে থানার ওসি আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি সিদ্দিক বলেন, ২৬ মার্চ রাতে মামলা হয়। মামলায় ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে মুসল্লিদের সঙ্গে পুলিশ ও সরকারি দলের কর্মীদের সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক আহত হন। তাদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ৫০ জন চিকিৎসা নিয়েছেন। জুমার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সংঘর্ষ চলে।

ঢাকায় মোদিবিরোধী বিক্ষোভে হামলার প্রতিবাদে ওইদিন বিকালে চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেখানে গুলিতে চারজন নিহত হন। এর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ করেন। রেলস্টেশনসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করেন। সেখানে সংঘর্ষে একজন নিহত হন।

শুক্রবার হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে হেফাজতে ইসলাম। হরতালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে।

শেয়ার করুন