জাহেলিয়াতের ঠিকাদার

সাখাওয়াত জাকি

সাখাওয়াত জাকি
সাখাওয়াত জাকি। ফাইল ছবি

তুমি ধর্ম নিয়ে ব্যবসা কর – ধর্ম তোমার ধান্ধা,
কুরান-পুরান গেঁটে পাইছো জাহেলিয়াতের আন্ধা।
রাম খাইছো; রহিম খাইছো – খাইছো তুমি বুদ্ধ
ধর্মের নামে মানুষ খাইছো – খেলছো যুদ্ধ যুদ্ধ।

কর্ম তোমার কিছুই না – ভয় আর লোভ বেচো
আন্ধারে তুমি হাইকোর্ট চিনাইয়া জর্জ হিসাবে আছো!
তুমি পেশকার; তুমি উকিল – হাকিম টা ও তুমি
আল্লাহ্ আমার; নবি আমার – তবু তোমার কদম চুমি!!

universel cardiac hospital

আমার হাতে লাঙ্গল জোয়াল, তোমার তসবির বিচী
আমার ঘরে বৃষ্টি পড়ে তোমার ঘরে এসি ?
তোর ভাত আমার; তোর ঘর আমার – এমন কি তোর কাপড়!
আমার কাছেই বেহেস্ত বেচো, আমার লগেই ফাঁপড় ?

শিয়ালে মত গর্তে থাকিস, শিয়ালের মত দল
হুক্কা হু য়া ডাক দিয়া কস্ জেহাদে যাবি চল!
জেহাদ – ধর্ম তোর কর্ম নয়, মুরগি খাবার ফাঁদ
তুই কি করবি জেহাদ – হিজরত, ইবনে উবাই’র জাত।

তোমায় চিনি অনেক বছর – হাজার রকম বেশে
জাহেলিয়াতের আধাঁর নিয়ে দেশ থেকে দেশে দেশে,
ঘুরো তুমি আটকে দিতে হেরার নুরের গতি
জ্ঞান, বিজ্ঞান আধুনিকতাই তোমার যত ক্ষতি।

ভারতে তুমি মোদি-শাহ্ আর বর্মায় তুমি সুচি;
বাংলায় তুমি হক- নগরি কিংবা তেঁতুলের বিচী,
আফগানে তুমি মোল্লা সাজো; পাকিস্তানে মাসুদ
তোমায় আমি চিনি চুতিয়া, তুমি বদমাইশ খুব।

মানুষের মত অবয়ব নিয়ে পশুর মত আচার!
নিজেকে কেমনে মানুষ বলিস্ ধর্মের ঠিকাদার ?
তলোয়ার দিয়ে ধর্ম হয় না – খেঁক শিয়ালের জাত,
প্রেম দিয়ে সব জয় করেছিলো বুদ্ধ; যিশু; হজরত।

তোদের আধাঁর আটকে দিবে জেগে গেছে সব মানুষ
পিটাইয়া তোদের লাইনে আনবে যদি না ফেরে হুঁশ,
সময় আছে মানুষ হও ফের, মানুষের সাথে আসো
মানুষ হয়ে থাকতে চাইলে মানুষকে ভালোবাসো।

শেয়ার করুন