রাইড শেয়ারিংয়ে নিষেধাজ্ঞা, পরিবারের সদস্য নিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

রাইড শেয়ারিং
ফাইল ছবি

এক সপ্তাহ ধরে বাংলাদেশে মহামারি করোনার প্রদুর্ভাব বেড়ে যাওয়ায় মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুই সপ্তাহের এই নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি।

আজ বুধবার এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানায় বিআরটিএ। একইসঙ্গে দেশের নিবন্ধিত রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠাগুলোকে এই বিষয়ে অবহিত করা হয়েছে।

বিআরটিএ’র দেয়া ওই অফিস আদেশে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে অন্য একটি নোটিশে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে রাইড শেয়ারিং সার্ভিসসহ গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনাও দিয়েছে বিআরটিএ।

শেয়ার করুন