করোনা শনাক্তে নতুন রেকর্ড, মৃত্যু ৯ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু
ফাইল ছবি

সারাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা করোনা সংক্রমণ নতুন রেকর্ড করেছে। আজ বুধবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৩৫৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবতকালের সর্বোচ্চ। আর এই সময়ে নতুন আরও ৫২ জনের মৃত্যু নিয়ে দেশে করোনায় প্রাণহানি ৯ হাজার ছাড়িয়েছে।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫। মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৬ জনের। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

universel cardiac hospital

মধ্য মার্চ থেকে দেশে সংক্রমণের বিপজ্জনক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। গত সপ্তাহের শুরু থেকে তা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ২৯ মার্চ দেশে রেকর্ড ৫ হাজার ১৮১ জন নতুন রোগী শনাক্ত হয়। তার আগের সাত দিনে যথাক্রমে ৫০৪২, ৫১৮১, ৩৯০৮, ৩৬৭৪, ৩৭৩৭, ৩৫৮৭ ও ৩৫৬৭ জন রোগী শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৯ দশমিক ৯০ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশে মোট ৪৬ লাখ ৭০ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৩ দশমিক ০৯ শতাংশ পজিটিভ।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫২ জন মারা গেছেন। এর আগে সোমবার করোনায় মারা যান ৪৫ জন। গত বছরের ৩০ জুন দেশে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২৬ জুলাই ও ২৬ আগস্ট দেশে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ জুন করোনায় মারা যান ৫৩ জন।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ৪৫, ৪৫, ৩৫, ৩৯, ৩৩, ৩৪ ও ২৫ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ২১৯ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ।

শেয়ার করুন