ফুল ও দানব

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

“জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিয়ো ক্ষুধার লাগি, জোটে যদি দুইটি পয়সা অর্ধেক দিয়ে তার কিনে নিও ফুল হে অনুরাগী”। আল-হাদিস। রাসূল (সা.) ফুল ভালোবাসতেন। তিরমিযি শরিফের একটি হাদিস থেকে ফুল উপহার দেওয়া বিষয়ে রাসুল (সা.)-এর পছন্দের কথা জানা যায়। রাসূলুল্লাহ (সা.)-এর ভাষা থেকে হজরত আবু উসমান আন্ নাহদি (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, যদি কাউকে ফুল উপহার দেয়া হয়, সে যেন তা ফিরিয়ে না দেয়। কেননা তা জান্নাত থেকে আনা হয়েছে। রাসূল (সা.)-এর অভ্যাস ছিল, কেউ তাঁকে ফুল উপহার দিলে তিনি তা ফিরিয়ে দিতেন না। বুখারি শরিফ।

কাজেই ফুলকে ভালোবাসা হচ্ছে মানবিক আর ফুলকে ঘৃণা করা হচ্ছে দানবীয় ও ফুলকে ঘৃণা করে খুনী।

universel cardiac hospital

সুতরাং ২৬ মার্চ ২০২১-এ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দিবসে ব্রাহ্মণবাড়িয়ার ফুলের বাগান যারা বিনষ্ট করেছে, সেই হেফাজতওয়ালারা হচ্ছে দানব ও খুনী। তাদের হৃদয়ে মানবিকতার লেশমাত্র নেই। তাই সময় হয়েছে এই দানবদের এখনই রুখে দাঁড়ানোর। আসুন ফুলকে ভালোবেসে আমরা সবাই এই হেফাজতি দানবদের রুখে দাঁড়াই।

শেয়ার করুন