‘ইয়েমেন সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে সৌদি’

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি
মোহাম্মাদ নাসের আল-আতিফি

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ নাসের আল-আতিফি বলেছেন, সৌদি আরব ও তার মিত্র আগ্রাসনকারী দেশগুলো ইয়েমেন সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে।

তিনি বলেন, ইয়েমেনে আগ্রাসনকারী দেশগুলো এখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে এবং এ কারণে তারা এখন মুক্তির উপায় খুঁজছে।

universel cardiac hospital

শুক্রবার সন্ধ্যায় ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জেনারেল আতিফি এসব কথা বলেন।
ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা বিভিন্ন তথ্য ও সমন্বয়ের ভিত্তিতে কথিত আরব জোটের আগ্রাসনকে চ্যালেঞ্জ করে আসছি যা রিয়াদ, ওয়াশিংটন, লন্ডন, প্যারিস ও তেল আবিবকে ক্ষুব্ধ করেছে। তবে তারা যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বহাল রাখবে ততক্ষণ পাল্টা হামলার মুখে পড়বে।

জেনারেল আতিফি বলেন, সৌদি আরব ও তার আরব মিত্র দেশগুলো ইয়েমেন যুদ্ধে পরাজয় স্বীকার করতে চায় না কিন্তু তাদেরকে যারা যুদ্ধে জড়িয়ে দিয়েছে তার এখন মুখ রক্ষার জন্য পালাতে চেষ্টা করছে।

শেয়ার করুন