করোনা: ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর

নিজস্ব প্রতিবেদক

বিমান
ফাইল ছবি

মহামারি করোনার সংক্রমণ হার উর্ধ্বগতি হওয়ায় ইউরোপ এবং আরও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এই নিষেধাজ্ঞা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। একইসঙ্গে রাত ১২টার পর আগতদের ১৪ দিনের হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের বিধিনিষেধও কার্যকর হয়েছে। কোয়ারেন্টাইন যেন সুষ্ঠুভাবে প্রতিপালন করা হয় এজন্য যাত্রীদের পাসপোর্ট জমা রাখার পরিকল্পনা করছে বেবিচক।

universel cardiac hospital

ইউরোপের বিভিন্ন দেশ ছাড়াও এই নিষেধাজ্ঞার আওতায় থাকা ১২ দেশ হলো- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।

শেয়ার করুন