নবীনগর উপজেলার দৌলতপুর মুন্সিবাড়ি সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ৪৫০টি অসহায় ও গরিব পরিবারের মাঝে আগাম ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর নয়াহাটিতে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক এবং সংগঠনের সভাপতি রাশেদুর রহমান চঞ্চল। এসময় আরও উপস্থিত ছিলেন আবু তাহের, আব্দুস সাত্তার, মহিউদ্দিন আহমেদ মাস্টার,নোয়াব মাস্টার, রফিক মাস্টার, মানিক প্রমুখ।
সংগঠের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন জানান কৃষ্ণনগর ইউনিয়নের পাঁচ গ্রামের ৪৫০ টি দুস্থ অসহায় পরিবারের মাঝে আগত মাহে রমজান উপলক্ষে আগাম ইফতার সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আরও বেশ কিছু কার্যক্রম পরিচালনা করা হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষাবৃত্তি প্রদান।
