করোনায় বাতিল রিও ওপেন

ক্রীড়া প্রতিবেদক

রিও ওপেন
রিও ওপেন। ফাইল ছবি

দক্ষিণ আমেরিকার সবচেয় বড় টেনিস টুর্ণামেন্ট রিও ওপেন বাতিল করা হয়েছে। ব্রাজিলে কোভিড-১৯ পরিস্থিতি হঠাৎ করেই বেশি খারাপ হয়ে যাওয়ায় এ বছর আর এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে না।

এর আগে করোনার কারণে এটিপি ৫০০ ইভেন্ট অনির্দিষ্টকালের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝিতে বন্ধ হয়ে যায়। তার পরিবর্তে একটু দেরিতে আয়োজিত হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। জানুয়ারিতে বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যাম আয়োজনের কথা থাকলেও করোনার কারণে তা তিন সপ্তাহ পিছিয়ে যায়।

universel cardiac hospital

এক বিবৃতিতে রিও ওপেনের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘চারদিকে করোনা ভাইরাসের অনিশ্চিত পরিস্থিতির কারণে ২০২১ সালের রিও ওপেন আয়োজন সম্ভব হচ্ছে না।‘

তারা আরো জানিয়েছে, রিও ওপেনের পরবর্তী আসর ২০২২ সালে অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি রিও ওপেনের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। এর একদিন পরেই ব্রাজিলে কোভিড-১৯ কেস প্রথমবারের মত ধরা পড়েছিল।

নতুন ধরনের ভাইরাস সংক্রমণ ঠেকাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে দক্ষিণ আমেরিকান দেশগুলোকে। গত বছর জুলাইয়ে এই অঞ্চলে যে সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল এ বছর একইসাথে তা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ।

শেয়ার করুন