জয়ে শুরু নারী ইমার্জিং দলের

ক্রীড়া প্রতিবেদক

নারী ইমার্জিং দল
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে শুরু বাংলাদেশ নারী ইমার্জিং দলের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৫৪ রানের বড় জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ফারজানা হক পিংকির অপরাজিত ৭২ রানে নয় উইকেটে ১৯৫ রান করে স্বাগতিকরা। জবাবে ১৪১ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

মুর্শিদা খাতুন (৩৬) ও শামীমা সুলতানা (৩৪) উদ্বোধনী জুটিতে ৭৮ রান তোলেন। অধিনায়ক নিগার সুলতানা দ্রুত বিদায় নিলে ম্যাচের হাল ধরেন ফারজানা। ১০০ বলে পাঁচ চারে অপরাজিত ৭২ করে দলকে ১৯৫ রানে পৌঁছে দেন তিনি।

টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের শুরুটা ভালো হয়েছিল। কিন্তু উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। আন্দ্রি স্টেইন সর্বোচ্চ ৪১ রান করেন। সর্বোচ্চ তিনটি উইকেট নেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। দুটি করে উইকেট পান জাহানারা আলম, রুমানা আহমেদ ও সানজিদা আক্তার মেঘলা।

শেয়ার করুন