জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ‘মত ও পথ’ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
আজ শনিবার এক শোক বার্তায় মোকতাদির চৌধুরী বলেন, হাসান শাহরিয়ার ছিলেন একজন সজ্জন ও প্রথিতযশা সাংবাদিক। এদেশের সাংবাদিকতায় তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের গণমাধ্যম অঙ্গনের জন্যে এক অপূরণীয় ক্ষতি।
শোক বার্তায় ‘মত ও পথ’ সম্পাদক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
- আরও পড়ুন >> মোহাম্মদী ইসলাম ও (তথাকথিত) হেফাজতে ইসলাম
উল্লেখ্য, আজ শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রথিতযশা সাংবাদিক হাসান শাহরিয়ার। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
এর আগে বৃহস্পতিবার রাত দেড়টায় করোনার উপসর্গ ও অন্যান্য জটিলতা নিয়ে প্রথমে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু কোথাও আইসিইউ বেড পাওয়া যায়নি। পরে রাত দেড়টায় তাকে অন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।