ভারতে করোনা ভাইরাসে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে গত একদিনে সর্বোচ্চ ১ লাখ ৫২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
রবিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৫২ হাজার ৬৮২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮৩৮ জনের।
দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জন এবং মারা গেছে এক লাখ ৬৯ হাজার ৩০৫ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ২৯ লাখ ৩৯ হাজার ১৭ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৯৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার ৪১৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ৬৭ জন।