আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) খেলা। আর প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে কলকাতা।
রোববার রাতে চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১০ রানের জয় পেয়েছে কলকাতা।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে করতে নেমে ১৮৭ রান করে কলকাতা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভার শেষে ১৭৭ রান তুলতে সক্ষম হয় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ। ফলে ১০ রানের জয় পেয়েছে কলকাতা।
ব্যাট হাতে সাকিব বেশি সুবিধা করতে পারেননি। ৫ বলে ৩ রান করে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেন। তবে বল হাতে নিজের নামের প্রতি একটু হলেও সুবিচার করতে পেরেছেন এই অলরাউন্ডার।
কেকেআরের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি। দলীয় ১০ রানের মাথায় সাকিবের বলে বোল্ড হয়ে ফিরে সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ঋদ্ধিমান সাহা (৭)। ম্যাচে ৪ ওভার বল করে ৩৪ রান খরচ করে একটি উইকেট লাভ করেন।