ফিলিস্তিনিদের কাছ থেকে জবরদখল করে নেওয়া ভূখণ্ডের লোকজনকে আগামী মঙ্গলবার থেকে তিন দিনের জন্য অবরুদ্ধ করে রাখবে ইসরাইলি বাহিনী।
ইসরাইলের সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। এতে বলা হয়, মঙ্গলবার থেকে টানা তিন দিন দখলক করা পশ্চিমতীর ও গাজা উপত্যকার করিডোর ফিলিস্তিনিদের জন্য বন্ধ থাকবে। খবর আনাদোলুর।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ কঠোর লকডাউন কার্যকর থাকবে।
সামরিক অভিযানে যেসব ইসরাইলি সেনা নিহত হয়েছে, তাদের স্মরণে এ সময় জাতীয় দিবস পালন করবে। এ কারণে এ ধরনের কড়াকড়ি আরোপ করেছে।
অন্যদিকে ফিলিস্তিনিরাও তাদের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে প্রতি বছর ‘নাকবা’ নামে বিপর্যয় দিবস পালন করে আসছে।