পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে শেষ হলো লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক

শেয়ারবাজার
শেয়ারবাজার

দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মাধ্যমে শেষ হয়েছে লেনদেন।। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে ৫১১ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার টাকা। যা আগের দিনের তুলোনায় ১৭ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২৮টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

মঙ্গলবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ৬২৬ টাকা। যা আগের দিনের তুলনায় ১১ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২১৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৭টি কোম্পানির। দর কমেছে ৫৫টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ২৫৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৯৭ পয়েন্টে।

অপরদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২২১ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ১৮২ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৭৫২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫৩ পয়েন্টে। সিএসআই ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৬৫ পয়েন্টে।

শেয়ার করুন