বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে মিথ্যাচার ও কটূক্তির অভিযোগে হেফাজতের কেন্দ্রীয় নেতা জুনায়েদ আল হাবিবকে তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আ.লীগের নেতাকর্মীরা।
গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘোষণা দেন।
এছাড়া মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংঙ্গীতাঙ্গন, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় মন্দির, ভূমি অফিস, পৌরসভা থেকে শুরু করে এমন কোনও সরকারি-বেসরকারি স্থাপনা নেই, যেখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়নি। বক্তারা এ ঘটনার জন্য হেফাজতের নায়েবে আমির ও ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা মোবারক উল্লাহকে দায়ী করেন। তাণ্ডবের ঘটনায় তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান আ.লীগের নেতাকর্মীরা।
পৌর আ.লীগের সভাপতি মোসলেম মিয়ার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহাবুবুল আলম খোকন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএমএইচ মাহাবুবুল আলম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
মানববন্ধনে জেলা আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে একই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বিজয়নগর উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। মানববন্ধনে বক্তারা তাণ্ডবের ঘটনায় জড়িত মাওলানা সাজিদুর রহমান ও মাওলানা মোবারক উল্লাহসহ সকল উসকানিদাতাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি মোকতাদির চৌধুরী এমপির বিরুদ্ধে মিথ্যাচার ও কটূক্তিকারীদের বিজয়নগরে অবাঞ্ছিত ঘোষণা করেন।
বিজয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধরণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা প্রমুখ।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। ২৬ মার্চ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালায় বিক্ষোভকারী। পুড়িয়ে দেয়া হয় রেলস্টেশনের কন্ট্রোল প্যানেলসহ যাবতীয় মালামাল। এরপর থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রয়েছে।
এ সময় পুলিশ সুপারের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, সদর উপজেলা ভূমি অফিস, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।