দিনের শুরুতে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

অর্থনৈতিক প্রতিবেদক

শেয়ারবাজার
শেয়ারবাজার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ১০৫ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ২৭৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন প‌য়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ছয় পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ১০৫ কোটিয় ৩৩ লাখ এক হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৩টির। কমেছে ৭৩টির। অপরিবর্তিত রয়েছে ৪৯ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। শেষ কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৪২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৮টির। কমছে ১১টির। আর দর অপরিবর্তিত আছে তিনটি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে এক কোটি ১৪ লাখ এক হাজার ২৬৮ টাকা।

শেয়ার করুন