লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করায় নোয়াখালীতে ৭৬ মামলায় লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ৭৬ মামলায় লাখ টাকা জরিমানা
সংগৃহীত ছবি

মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী আটদিনের কঠোর লকডাউন শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। নোয়াখালীতে এদিন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৭৬টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার ৭০০ টাকা জরিমানা হয়েছে।

সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার ভূমি ও জেলা প্রশাসকের নির্বাহী হাকিমরা।

universel cardiac hospital

জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যমতে, করোনা ভাইরাসের বিস্তার রোধে জনগণকে স্বাস্থ্য সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের ১৩টি দল মাঠে নামে। অভিযানকালে জনগনকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি মাস্ক ব্যবহার না করা, বিনাকাজে বাহিরে ঘুরাঘুরি করা ও নির্দিষ্ট সময়ের পর প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৭৬টি পৃথক মামলায় এক লাখ পাঁচ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, করোনা সংক্রমণ রোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে। জনসাধারণকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি।

শেয়ার করুন