মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী আটদিনের কঠোর লকডাউন শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। নোয়াখালীতে এদিন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৭৬টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার ৭০০ টাকা জরিমানা হয়েছে।
সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার ভূমি ও জেলা প্রশাসকের নির্বাহী হাকিমরা।
জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যমতে, করোনা ভাইরাসের বিস্তার রোধে জনগণকে স্বাস্থ্য সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের ১৩টি দল মাঠে নামে। অভিযানকালে জনগনকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি মাস্ক ব্যবহার না করা, বিনাকাজে বাহিরে ঘুরাঘুরি করা ও নির্দিষ্ট সময়ের পর প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৭৬টি পৃথক মামলায় এক লাখ পাঁচ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, করোনা সংক্রমণ রোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে। জনসাধারণকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি।