আধাঘন্টায় ডিএসইতে লেনদেন ১৭৯ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক

ডিএসই
ডিএসই। ফাইল ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৯ কোটি টাকা। এই সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কিছুটা বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৩১১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক এক প‌য়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক কিছুটা কমে অবস্থান করছে দুই হাজার ২৬ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ১৭৯ কোটিয় ৫০ লাখ পাঁচ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩০১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৬টির। কমেছে ১৪৩টির। অপরিবর্তিত রয়েছে ৬২ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। প্রথম কার্যদিবস রবিবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৮৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩১টির। কমছে ৩৭টির। আর দর অপরিবর্তিত আছে ১৬টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে চার কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৬১৮ টাকা।

শেয়ার করুন