এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

অর্থনৈতিক প্রতিবেদক

ডিএসই
ডিএসই। ফাইল ছবি

দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থানের মাধ্যমে শেষ হয়েছে লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি সিএসইতে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। তবে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে ডিএসইতে। প্রায় গত এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইতে) ।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

universel cardiac hospital

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ২৯ লাখ ৬৮ হাজার টাকা। যা প্রায় গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত মার্চ মাসের ২২ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিলো ৬৯৩ কোটি ১৭ লাখ পাঁচ হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সোমবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৩৯৭ টাকা। যা আগের দিনের তুলনায় ১৩ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৪০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৮টি কোম্পানির। দর কমেছে ১০৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৩৪৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৪৬ পয়েন্টে।

অপরদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৭৮ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৩৩৭ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৮১৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৪ পয়েন্টে। সিএসআই চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮৩ পয়েন্টে।

শেয়ার করুন