ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বরিস জনসন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন - ছবি: এএফপি

ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ২৫ এপ্রিল তার এই সফরের কথা ছিল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বলেন, ভারতে কোভিড-১৯ সংক্রমণ বাড়ার কারণে তার এই সফর বাতিল করাটাই বুদ্ধিমানের কাজ।

ভারতে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। অবস্থা ভয়াবহ। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে ভারত। এমন পরিস্থিতিতে সোমবার রাত থেকে দিল্লিতে লকডাউন শুরু হওয়ার কথা।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৭৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৮২১ জন।

universel cardiac hospital

শেয়ার করুন