সূচকের উত্থানে চলছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক

শেয়ারবাজার
শেয়ারবাজার। নমুনা ছবি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন। লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ৮২ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৪৪০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৯৪ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৮২ কোটিয় ৯৩ লাখ ৫০ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৯৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০০টির। কমেছে ৫২টির। অপরিবর্তিত রয়েছে ৪৬ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। চতুর্থ কার্যদিবস বুধবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯টির। কমছে ১১টির। আর দর অপরিবর্তিত আছে ৮টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে এক কোটি ৫৫ লাখ ৯০ হাজার ৭৬৪ টাকা।

শেয়ার করুন