আজ রাস্তায় ব্যক্তিগত গাড়ি-অটোরিকশার চাপ কম

নিজস্ব প্রতিবেদক

রাস্তায় ব্যক্তিগত গাড়ি-অটোরিকশার চাপ কম
সংগৃহীত ছবি

করোনা সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউন চললেও গত কয়েকদিন রাস্তায় ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশার চাপ ছিল। রাস্তায় যানবাহনের আধিক্যে কোথাও কোথাও হালকা যানজটও তৈরি হয়। তবে আজ (শুক্রবার) গত কয়েকদিনের তুলনায় রাস্তায় যানবাহনের চাপ তুলনামূলক কম রয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর এলাকা পর্যবেক্ষণ করে এ চিত্র দেখা যায়।

আজ ছুটির দিন হওয়ায় অনেকেরই অফিস নেই। ফলে অনেকেই বাইরে বের হচ্ছেন না।

সরেজমিনে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার চলাচল করছে তবে তা অন্যান্য দিনের তুলনায় কম। সে তুলনায় রিকশা চলাচল করছে বেশি।

আরও দেখা যায়, মিরপুর ১ নম্বর মোড়ে পুলিশের চেকপোস্ট রয়েছে। তবে অধিকাংশ রিকশাই চেকপোস্ট অতিক্রম না করে পোস্টের অল্প দূরেই যাত্রী নামিয়ে দিচ্ছেন রিকশাচালকরা।

চেকপোস্টের অল্প দূরে রিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন মো. আলমগীর। তিনি জানান, একজন যাত্রী নিয়ে তিনি এখানে এসেছেন। মেইন রাস্তায় ওঠেননি। মেইন রাস্তায় উঠলেই পুলিশ ঝামেলা করে। অনেক সময় রিকশা উল্টিয়ে দেয়। সিট রেখে দেয়। তাই তিনি রাস্তায় ওঠেন না। যাত্রী পেলে বিভিন্ন গলি ঘুরে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেন।

তিনি আরও জানান, শুক্রবার হওয়ায় আজ যাত্রী কম। তবে কম হলেও যাত্রী পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন