মোস্তাফিজদের রাজস্থানকে হারাল কোহলির বেঙ্গালুরু

ক্রীড়া প্রতিবেদক

বিরাট কোহলি
ফাইল ছবি

মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইটরাইডার্সের পর রাজস্থান রয়্যালসকেও হারাল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বৃহস্পতিবার বিরাট কোহলির দল জিতেছে ১০ উইকেটে। মুম্বাইয়ে এদিন আইপিএলের ১৬তম ম্যাচে ২১ বল হাতে রেখে ম্যাচ জিতে যায় বেঙ্গালুরু। এটি তাদের টানা চতুর্থ জয়। অন্যদিকে চার ম্যাচে মাত্র একটি জয় রাজস্থানের।

universel cardiac hospital

টস জিতেও কোহলির মনে হয়, তিনি হেরেছেন। তাতে অবশ্য ম্যাচ জিততে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি তাকে।

বেঙ্গালুরু অধিনায়ক বলেন, ‘বেশি টস জেতার অভ্যাস আমার নেই।’ টস জেতার অভ্যাস বেশি না থাকলেও রান করার অভ্যাস তার বহু পুরনো।

এই ম্যাচেও হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ৩৪ বলে। তবে কোহলিকে ছাপিয়ে বেঙ্গালুরুর বিশাল জয়ের নায়ক ৫২ বলে ১০১* রান করা দেবদূত পাড়িক্কাল।

কোহলি ৭২ রানে অপরাজিত থাকেন ৪৭ বল খেলে। রাজস্থানের মোস্তাফিজুর রহমান ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

টসে হেরে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস নয় উইকেটে ১৭৭ রান তোলে পুরো ২০ ওভারে। ৩২ বলে ৪৬ রান করেন শিভাম দুবে।

তার ইনিংসে পাঁচটি চার ও দুটি ছয়। চারটি চার ও দুটি ছয়ের সহায়তায় ২৩ বলে ৪০ রান করেন রাহুল তেওয়াতিয়া। বলার মতো রান আর কারো নেই। অধিনায়ক সঞ্জু স্যামসন ২১। তিনটি করে উইকেট নেন বেঙ্গালুরুর মোহাম্মদ সিরাজ ও হর্ষল প্যাটেল।

শেয়ার করুন