বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত। নিউইয়র্ক শহরের সবচেয়ে ব্যস্ততম পাতাল রেল স্টেশনে আত্মঘাতী বোমা বিস্ফোরণের চেষ্টার সময় আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে।
বৃহস্পতিবার ম্যানহাটনের ফেডারেল জজ ৩১ বছর বয়সী আকায়েদকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আরও ৩০ বছরের সাজা দিয়েছে। খবর গার্ডিয়ানের
২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে অফিসগামী যাত্রীদের ব্যস্ততার মধ্যে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাওয়ার সংকীর্ণ ভূগর্ভস্থ পথে নিজের শরীরে বাঁধা ‘পাইপ বোমায়’ বিস্ফোরণ ঘটান আকায়েদ। বোমাটি ঠিকমত বিস্ফোরিত না হওয়ায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন তিনি। তার বিস্ফোরণে আহত হন তিন পুলিশ সদস্য।
নিউইয়র্ক পুলিশের জানায়, ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তিনি হামলা চালানোর চেষ্টা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। রায় দেওয়ার সময় বিচারক বলেন, জঘন্য অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডই ন্যায্য শাস্তি।
নিজের অপরাধের জন্য সাজা ঘোষণার আগে আদালতের কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন আকায়েদ উল্লাহ।