ইরাকের করোনা হাসপাতালে আগুন, ২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের করোনা হাসপাতালে আগুন
ছবি : ইন্টারনেট

ইরাকের বাগদাদে একটি করোনা হাসপাতালে আগুনে ২৭ জন মারা গেছে। গুরুতর আহত হয়েছে ৪৬ জন। হাসপাতালের অন্য রোগী ও আহতদের চিকিৎসার জন্য আরেকটি হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার রাতে বাগদাদের ইবনে খতিব হাসপাতালে অক্সিজেন ট্যাংকারে বিস্ফোরণে এ অগ্নিকাণ্ড ঘটে। হাসপাতালে কোনো অগ্নিসুরক্ষা ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ইরাক প্রতিরক্ষা ইউনিটের প্রধান মেজর জেনারেল কাদিম বোহানম জানিয়েছেন, মোট ১২০ জনকে উদ্ধার করা হয়েছে। কমপক্ষে ৩০ জন রোগী আইসিইউতে ছিলেন।

কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা, যুদ্ধ ও অবহেলার কারণে ধ্বংসের পথে ইরাকের স্বাস্থ্যব্যবস্থা। মানবাধিকার কমিশন বলেছে, ঘটনাটি করোনারোগীদের বিরুদ্ধে অপরাধের সমান, যারা চিকিৎসা পাওয়ার পরিবর্তে প্রাণ হারাল। এরই মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদেমির কাছে আবেদন জানিয়েছে মানবধিকার কমিশন।

ইরাকে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ২৫ হাজার ২৮৮ জন এবং মারা গেছেন ১৫ হাজার ২১৭ জন।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন