দিল্লির হাসপাতালের জন্য অক্সিজেনের ব্যবস্থা করলেন সুস্মিতা

বিনোদন প্রতিবেদক

সুস্মিতা সেন
সুস্মিতা সেন। ফাইল ছবি

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। দেশটির বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করছে। অক্সিজেনের অভাবে রাজধানী দিল্লিতেই অনেক রোগী মারা গেছে। রোগীদের বাঁচাতে দেশটির হাসপাতালগুলো সরকারের কাছে অক্সিজেন চেয়ে আবেদন করেছে।

এমন পরিস্থিতিতে দিল্লির একটি হাসপাতালের জন্য বেশকিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছেন বলিউড তারকা সুস্মিতা সেন।

universel cardiac hospital

টুইটারে সুস্মিতা একটি ভিডিও শেয়ার করেছেন, এতে দিল্লির একটি হাসপাতালের সিইও-কে অক্সিজেনের অভাবে কান্না করতে দেখা যাচ্ছে।

এরপর হাসপাতালটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে অভিনেত্রী লেখেন, বিষয়টি মর্মস্পর্শী। সবখানে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। দিল্লির হাসপাতালটির জন্য আমি বেশকিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছি। কিন্তু মুম্বাই থেকে সেখানে পাঠানোর পরিবহন পাচ্ছি না। এই বিষয়ে কেউ সহায়তা করতে পারলে জানাবেন।

পরে তিনি জানান, আপাতত দিল্লির ওই হাসপাতাল কিছু সিলিন্ডার ব্যবস্থা করতে পেরেছে। তাই তিনি সিলিন্ডার মুম্বাই থেকে দিল্লি পাঠানোর জন্য আরও কিছু সময় পেলেন।

শেয়ার করুন