দেশের প্রধানপুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মাধ্যমে শেষ হলো লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ১৯৫ কোটি টাকা ।
ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকা। এর আগে গত রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিলো এক হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ ২৪ হাজার টাকা।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
সোমবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭১ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার ৬৭৯ টাকা। যা আগের দিনের তুলনায় নয় কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৫৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৩টি কোম্পানির। দর কমেছে ১৩৪টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৪৮৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১২৫ পয়েন্টে।
অপরদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮২৮ পয়েন্টে। সিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ৫৪৯ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৭৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক কিছুটা কমে অবস্থান করছে এক হাজার ২০৯ পয়েন্টে। সিএসআই পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০০৫ পয়েন্টে।