বাংলাদেশের জনগণ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, যখনই হেফাজতে ইসলাম ও অন্যান্য জঙ্গি সংগঠন কোনো অজুহাতে মিছিল নিয়ে (জঙ্গি মিছিল বা সাধারণ মিছিল) বের হয়, তখনই দেখা যায় যে, তাদের হাতে (কওমী মাদ্রাসার শিক্ষক ও ছাত্র, এতিমখানার ছেলেদের হাতে) বাঁশের লাঠি, দা, কুড়াল, তলোয়ার ইত্যাদি থাকে। আর এই কারণে দেশে সহিংসতা দিনে দিনে বেড়ে যাচ্ছে। আমরা মনে করি, এধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরি।
আশ্চর্যের বিষয় হলো- কওমী মাদ্রাসায় কী শিক্ষা দেওয়া হচ্ছে আজকাল! প্রতিটি কওমী মাদ্রাসায় এইভাবে লাঠিসোঁটা, ভোতা ও আগ্নেয়াস্ত্র (অবৈধ) রাখার কারণ কী? কেনই-বা এগুলো মিছিলে নিয়ে আসা হয়? এর সদুত্তর কী কারো জানা আছে? মাদ্রাসা ব্যবসায়ীরা কী এর সঠিক ব্যাখ্যা দিতে পারবেন?
সুতরাং সঠিক পরিস্থিতি বিবেচনায় আমরা সরকার ও সরকারের এজেন্সিসমূহের কাছে দাবি জানাব, মাদ্রাসাগুলোতে তল্লাশি চালিয়ে এইসব লাঠিসোঁটা, ভোতা অস্ত্র (দা, কুড়াল, তলোয়ার ইত্যাদি) এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হউক। দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে এর বিকল্প নেই।