সূচকের বড় পতনে চলছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক

শেয়ারবাজারে দরপতন
প্রতীকী ছবি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় পতনে চলছে লেনদেন। লেনদেন শুরুর প্রথম আধা ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ২০১ কোটি টাকা। এই সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

universel cardiac hospital

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৪২৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৪৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৯৭ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ২০১ কোটি ছয় লাখ ৬৫ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৫টির। কমেছে ২৩৫টির। অপরিবর্তিত রয়েছে ৪৮ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১০৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২টির। কমছে ৮৩টির। আর দর অপরিবর্তিত আছে ১২টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে চার কোটি ৭৭ লাখ ২৫ হাজার ৬৭৪ টাকা।

শেয়ার করুন