বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভুত হয়েছে। বুধবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়।
ভূমিকম্পের মাত্রা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া না গেলেও আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৬.২।
ভারতেও ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। জি নিউজের খবরে বলা হয়েছে, কলকাতা, আসামসহ বেশ কয়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের উপকেন্দ্র গুয়াহাটি থেকে ১৬০ কিমি উত্তর পূর্বে আসামের তেজপুর। রিখটার স্কেলে মাত্রা ৬.৭। প্রায় ২৭ সেকেন্ড কলকাতায় স্থায়িত্ব হয় কম্পন।
ভূমিকম্প অনুভূত হওয়ার পরই সামাজিক মাধ্যমে অনেকেই এ নিয়ে পোস্ট করছেন।