দেশের প্রধান পুঁজিবাজারে সূচকের উত্থানে শেষ হলো লেনদেন । এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৯৪০ কোটি টাকা ।
ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে ৯৪০ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকা। এর আগে গত মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিলো ৮২৪ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮১ লাখ ৮৬ হাজার ৪৭৮ টাকা। যা আগের দিনের তুলনায় দুই কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২১টি কোম্পানির। দর কমেছে ৭৪টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৪৬১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১২ পয়েন্টে।
অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৯৯ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৫৩২ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০৬ পয়েন্টে। সিএসআই ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৯ পয়েন্টে।