হেফাজত নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী

‘আন্দোলনের নামে তাণ্ডব, জ্বালাও-পোড়াও’য়ে নেতৃত্ব ও দেশব্যাপী সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে হেফাজতে ইসলামের নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সহিংসতায় নেতৃত্বদানের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কার্যকরী সদস্য ছিলেন।

universel cardiac hospital

ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি সারাদেশে হেফাজতে ইসলামের তাণ্ডবের সময় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় জ্বালাও-পোড়াওয়ে স্বশরীরে উপস্থিত থাকার অভিযোগও রয়েছে মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীর বিরুদ্ধে। এছাড়া ২৮ মার্চ হরতালের দিন রাজধানীর একটি পথসভায় তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের এমপি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে মিথ্যাচারও করেছিলেন।

শেয়ার করুন