বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

রওশন এরশাদ
ফাইল ছবি

শরীরে পানি শূন্যতা দেখা দেয়ায় বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

universel cardiac hospital

গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব মামুন হাসান।

তিনি বলেন, শরীরে পানি শূন্যতার কারণে রাত ৯টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর তার করোনা পরীক্ষা করা হয়, তা নেগেটিভ আছে। এখন তিনি আগের তুলনায় সুস্থ আছেন। সকালে নিজ হাতে নাস্তা করেছেন।

শেয়ার করুন