ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের নারকীয় তাণ্ডবের মামলায় হেফাজত নেতা মাওলানা জুনায়েদ কাসেমীকে গ্রেফতার করেছে সিআইডি। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ শাখা সিআইডি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার জিসানুল হক জিসান।
তিনি জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে দেশের বিভিন্নস্থানের মতো ব্রাহ্মণবাড়িয়ায় সহিংস তান্ডব চালায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। সহিংসতা চালানো হয় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ সরকারি বিভিন্ন স্থাপনায়। এই ঘটনায় মামলা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪০ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবাই অজ্ঞাতনামা আসামি। এই সকল মামলায় ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৩৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা হেফাজতের কর্মী-সমর্থক।