করোনা মোকাবিলায় সেনাবাহিনীর সহায়তা চাইল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনা শনাক্ত
ছবি : ইন্টারনেট

ভারতের রাজধানী দিল্লিতে করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।

রাজ্যটির হাসপাতালগুলোর আইসিইউ শয্যা অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট।

এ অবস্থায় করোনা রোগীদের সেবায় জরুরিভিত্তিতে আইসিইউ ইউনিট তৈরি করতে সেনাবাহিনীর এ সহায়তা চাওয়া হয়।

দেশটিতে টানা দুই সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এ পর্যন্ত করোনায় মারা গেছে ২ লাখ ২০ হাজারের বেশি।

করোনার ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড।

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ হাজার ৬৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৭৬৭ জন।

ভারত ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে ঊর্ধ্বমুখী সংক্রমণে বিপর্যস্ত।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন মোট ১৫ কোটি ৪১ লাখ ৭৭ হাজার ৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ৩২ লাখ ২৬ হাজার ৮৫৮ জন।

শেয়ার করুন