ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১৫ কার্যদিবসে সারাদেশের বিচারিক আদালত ও ট্রাইব্যুনালে ৪৮ হাজার ৭৯৪ টি মামলার শুনানি হয়েছে। এসব মামলায় ২৬ হাজার ৩০৮ আসামিকে জামিন দিয়েছেন আদালত। জামিনপ্রাপ্তরা কারা মুক্ত হয়েছেন।
মঙ্গলবার (৪ মে) বিষয়টি গণমাধ্যমকে জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান।
তিনি বলেন, গত ৩ মে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৫৬৭টি জামিন আবেদনের নিষ্পত্তি করা হয়। এতে ১ হাজার ৭১৪ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হন।
এদিকে ১৫ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ৩৪৫ শিশু জামিন পেয়েছেন।