হারারেতে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি পাকিস্তান। ম্যাচে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দুই টেস্টের সিরিজে প্রথমটিতে পাকিস্তান জিতেছে। এক ইনিংস এবং ১১৬ রানের বড় ব্যবধানে পাওয়া জয়ে ১-০’তে এগিয়ে থেকে মাঠে নামছে সফরকারিরা।
দুই দলই একজন করে অভিষেক ঘটিয়েছে আজ (শুক্রবার)। ফাহিম আশরাফের জায়গায় অভিষেক হচ্ছে পেসার তাবিশ খানের। অন্যদিকে টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করে টেস্ট ক্যাপ পেয়েছেন জিম্বাবুয়ের লুক জঙ্গি।
পাকিস্তান একাদশ
ইমরান বাট, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলি, নওমান আলি, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি, তাবিশ খান।
জিম্বাবুয়ে একাদশ
কেভিন কাসুজা, তারিসাই মুসাকান্দা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ব্রেন্ডন টেলর (অধিনায়ক), মিলটন শাম্বা, রয় কায়া, তেন্দাই চিসুরু, লুক জঙ্গি, ডোনাল্ড তিরিপানো, ব্লেসিং মুজারবানি, রিচার্ড এনগারাভা।