চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৮ জনে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০৬ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৩৯০ জন।
মঙ্গলবার (১১ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৯৩৫টি নমুনা পরীক্ষায় ১০৬ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৭৪ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৩২ জন।
এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫১ হাজার ৩৯০ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪১ হাজার ২২৩ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ২৬৭ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৬৮ জনের। যার মধ্যে নগরীর ৪২১ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৪৭ জন।