ময়মনসিংহের ত্রিশালে মাদ্রাসাছাত্রকে (১৪) বলাৎকারের মামলায় মাদ্রাসা পরিচালক মুফতি ফরিদ আহম্মেদকে (৪০) কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১০ মে) বিকেলে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মুফতি ফরিদ আহম্মেদ পাচপাড়া মারকাজুল হিদায়াহ মাদ্রাসার পরিচালক।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল হক জানান, করোনায় লকডাউনের কারণে মাদ্রাসা বন্ধ ছিলো। কিন্তু, মাদ্রাসা পরিচালক মুফতি ফরিদ আহম্মেদ মাদ্রাসায় থেকে ওই ছাত্রকে প্রাইভেট পড়াতেন। এই সুযোগে গত ৮ মে রাত ১১টার দিকে ফরিদ আহম্মেদ তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন এবং কাউকে কিছু না বলার জন্য হুমকি দেন।
ওই শিশুকে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে এসআই মো. আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ওই শিশুর দেয়া জবানবন্দির ওপর ভিত্তি করে ত্রিশাল থানা পুলিশের একটি দল মাদ্রাসা থেকে মুফতি ফরিদ আহম্মেদকে গ্রেপ্তার করে।