দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

চাঁদ
ফাইল ছবি

দেশের আকাশে বুধবার ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার রোজা ৩০টি পূর্ণ হবে। আগামী শুক্রবার দেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

আজ বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

universel cardiac hospital

সভার সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশের কোথাও থেকে চাঁদ দেখার খবর না পাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

এবার রোজা ৩০ দিন পূর্ণ হতে পারে এমনটা আগেই ধারণা করা হচ্ছিল। কারণ গতকাল মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার সেখানে পালিত হবে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়।

এবারও ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে করোনা মহামারির প্রকোপের মধ্যে। ফলে সরকারের পক্ষ থেকে রয়েছে বিভিন্ন বিধি-নিষেধ। গতবারের মতো এবারও ঈদগাহের পরিবর্তে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে আদায় করতে হবে ঈদের জামাত। কোলাকুলি ও হ্যান্ডশেকেও রয়েছে নিষেধাজ্ঞা।

এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। হচ্ছে না শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন