২ জুন থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ অধিবেশন
ফাইল ছবি

আগামী ২ জুন থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এ অধিবেশনে আগামী ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১১ মে) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২ জুন (বুধবার) বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (২০২১ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

শেয়ার করুন