ব্রাহ্মণবাড়িয়াসহ সমগ্র বাংলাদেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন।
বৃহস্পতিবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তাঁরা এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মোকতাদির চৌধুরী ও ফাহিমা খাতুন বলেন, করোনা মহামারির মধ্যেই সমাগত মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্ভাসিত হোক মানবিক সাম্য, ত্যাগ, সহমর্মিতার অপরূপ আলোকপ্রভায়। এই উৎসব ব্রাহ্মণবাড়িয়াসহ সমগ্র বাংলাদেশের জনগণের কাছে নিয়ে আসুক অনাবিল সুখ ও আনন্দের বার্তা। ঈদ মোবারক।
এ সময় শুভেচ্ছা বার্তায় কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারি থেকে নিরাপদ থাকতে সকলকে স্বাস্থ্য সচেতন হয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপনেরও আহ্বান জানান তাঁরা।